ব্যানার, ফেস্টুন উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:১১ পিএম

নেত্রকোণায় অবৈধ নির্বাচনী ব্যানার, ফেস্টুন, গেইট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।

সোমবার (১৯ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার ভূমি) বুলবুল আহমেদ ও পুলিশসহ সঙ্গীয় ফোর্স। 

অভিযানে নেত্রকোনায় সম্ভাব্য প্রার্থী কর্তৃক নির্মিত নির্বাচন সংক্রান্ত সড়কের উপর নির্মিত গেইট খোলে ফেলা হয়েছে এবং পোস্টার ও ব্যানার ও অপসারণ করা হয়েছে। প্রার্থীরা কেউ কেউ নিজ উদ্যোগে করেছেন আবার পৌরসভার সুইপাররাও পরিচ্ছন্নতার কাজটি করেছে। 

শহর ও শহরের বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, যে সমস্ত স্থানে গেইট ছিল, সেখানে কোন গেইট নেই। গাছে বা বিদ্যুতের খুঁটির উপর যে সমস্ত পোস্টার ছিল তাও খোলে ফেলা হয়েছে। শহর মোটামুটি পরিস্কার পরিচ্ছন্ন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার ভূমি) বুলবুল আহমেদ বলেন, যতদিন পর্যন্ত একটি অবৈধ পোস্টার, ব্যানার ও বিলবোর্ড থাকবে ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: