শেরপুরে মনোনয়ন প্রত্যাশী চাচা-ভাতিজা ও দেবর ভাবি!

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৬ পিএম

শেরপুরের ৩টি আসনের মধ্যে শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনে নৌকা এবং ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেতে চাচা-ভাতিজা এবং দেবর-ভাবি লড়াই করছেন।

এ আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ ফজলুল হক চাঁন এবারও নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অপরদিকে একই আসনে তার আপন ভাতিজা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছেন। যদিও তিনি প্রায় নিশ্চিত ধানের শীষ প্রতীক পেতে।

অন্যদিকে, একই আসন থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান এবার নৌকা পেতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন। পাশাপশি তার দেবর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান রাজাও দলীয় মনোয়নপত্র কিনেছেন নৌকা প্রতীকের জন্য।

উল্লেখিত সবাই বিগত কযেক বছর যাবত এমপি মনোনয়ন পাওয়ার জন্য স্থানীয়ভাবে গণসংযোগ, সভা-সমাবেশ ও শো ডাউনের পাশাপাশি দলীয় হাই কমান্ডে লবিং করে আসছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: