আবু ধাবি টেস্টে যে রেকর্ড করল নিউজিল্যান্ড

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১০:১৫ এএম

কেউ ভাবতে পারেনি এমন কিছু হবে। সব সম্ভাব্যতাকে উড়িয়ে দিয়ে সেটাই ঘটল আবু ধাবি টেস্টে। পাকিস্তানকে ৪ রানে হারিয়ে নাটকীয় এক জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। ফলে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের রেকর্ড গড়ল কিউইরা। 

আর এই ৪ রানের জয়ে ইতিহাসেও জায়গা করে নিল দলটি। রেকর্ড বইয়ে এখন পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে ম্যাচটি। ১ থেকে ৩ রানের জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (দু’বার) ও অস্ট্রেলিয়ার।

এরকম জয়ের ইতিহাসে সবচেয়ে কম জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে জিতেছিলো ক্যারিবীয়রা। এ ম্যাচের আগে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয় ছিলো ৭ রানে। ২০১১ সালে হোর্বাটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো কিউইরা। এক নজরে চলুন দেখে নেয়া যাক কম রানে জয়ের রেকর্ডগুলো।

সবচেয়ে কম রানে শীর্ষ পাঁচ জয় :

১. ওয়েস্ট ইন্ডিজ - অস্ট্রেলিয়া - অ্যাডিলেড ১৯৯৩

২. ইংল্যান্ড - অস্ট্রেলিয়া - বার্মিংহাম - ২০০৫

৩. অস্ট্রেলিয়া - ইংল্যান্ড - ম্যানচেষ্টার - ১৯০২

৩. ইংল্যান্ড - অস্ট্রেলিয়া - মেলবোর্ন - ১৯৮২

৪. নিউজিল্যান্ড - অস্ট্রেলিয়া - আবুধাবি - ২০১৮

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: