সাংবাদিকদের ‍প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ পিএম

বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের (পিআইবি) আয়োজনে টাঙ্গাইলে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত শেষে সনদ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘পিআইবি’ কর্তৃক প্রশিক্ষণ শেষে এ সনদ বিতরণ করা হয়।

এ সময় সনদ বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। 

সনদ বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আতাউর রহমান আজাদ, প্রথম আলো’র জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর, এনটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ।

এ কর্মশালায় জেলার ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাদের ক্যামেরাম্যানসহ ৩৬ জন অংশ নেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: