কাওরান বাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৮:২৯ এএম

রাজধানীর কাওরান বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর সোয়া ছয়টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ভোর সোয়া ছয়টার দিকে সম্পূর্ণরুপে আগুন নেভানো সম্ভব হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: