মাশরাফির প্রচারণা শুরু

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০১:৫৬ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনে আওয়ামী লীগ হয়ে নির্বাচন করবেন তিনি। এরই মধ্যে দল থেকে মনোনয়ন পাওয়ার ইঙ্গিতও পেয়েছেন মাশরাফি।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি মনোনয়ন পাচ্ছেন বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, দল থেকে মাশরাফির মনোনয়ন পাওয়ার ইঙ্গিতের পরই জেলার সবখানে আলোচনা ও প্রচারণা শুরু হয়েছে। নড়াইল-২ আসনের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন ভক্তসহ দলীয় নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান। সেই সাথে মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়।

জানা গেছে, শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে জেলা স্বেচ্ছাসেবক লীগ মিষ্টি বিতরণ করেছে। পাশাপাশি মাশরাফির জন্য নৌকা মার্কায় ভোট চান দলীয় নেতাকর্মীরা।

এছাড়া, মাশরাফির নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগের আয়োজনে সদর উপজেলার শম্ভুডাঙ্গায় এ উঠান বৈঠক করা হয়েছে। বৈঠকে মাশরাফির পক্ষে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়েছে।

&dquote;&dquote;

এ সময় নেতারা তাদের বক্তব্যে বলেন, ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়ী করতে হবে। তিনি শুধু নড়াইলের নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভালোবাসার মানুষ।

নেতারা বলেন, বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

বৈঠকে বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রীপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা নূর আলম শিহাব, জেলা ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান ও সাব্বির হোসেনসহ বাঁশগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: