নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যা বললেন ইমরান এইচ সরকার

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৮:২৭ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। কুড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার বেলা ১২ টায় নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান ইমরান। ইমরান জানান, তিনি কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) থেকে নির্বাচন করবেন। এব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার তিনি কুড়িগ্রামে যাবেন।

&dquote;&dquote;স্ট্যাটাসে ইমরাম লিখেন, ‘যেহেতু আমার নিজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। যেহেতু আমার এলাকায় কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি তাই দারিদ্রের হার বেড়েই যাচ্ছে। যেহেতু আমার এলাকা উন্নয়ন বৈষম্যের শিকার এবং পূর্ববর্তী জনপ্রতিনিধিরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই আমি আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) থেকে সাধারণ মানুষের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনী কার্যক্রম শুরু করতে আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছি। সকলের দোয়া প্রার্থনা করছি।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: