ছাগল দিয়ে চলছে সরকারি কাজ!

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:০১ পিএম

ছাগল দিয়ে চলছে সরকারি কাজ! বিষয়টি বেশ অবাক মনে হলেও মিথ্যে নয়। কানাডা সরকার দেশটিতে আগাছা দমনে ছাগলকে কাজে লাগচ্ছে। 

দেখা যায়, গ্রীষ্মকালে দেশটির অ্যালবার্টার এডমনটনে ক্ষতিকর আগাছা জন্মে। আর সেই ক্ষতিকর আগাছা দমনে আগাছানাশক রাসায়নিক ব্যবহারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছাগলের পাল। 

গ্রীষ্মকালে দেশটির এই অঞ্চলটিতে ক্ষতিকর একধরণের ছোট গাছের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যায়। কানাডায় আগাছানাশক রাসায়নিক ব্যবহার নিষিদ্ধে কারণে ছাগলের পালের মাধ্যমে তা দমন করা হয়। কেননা, ছাগলগুলোর হজমপ্রক্রিয়া খুবই শক্তিশালী।  

ক্ষতিকর এ আগাছা তাদের ক্ষতিকারক রাসায়নিক ছড়িয়ে আশপাশের অন্য সব গাছকে মেরে ফেলে। আর এ ক্ষতিকর আগাছা দমন করতে তিন থেকে চারবার ৪০০ ছাগল এনে অঞ্চলটির বিভিন্ন পার্কে ৭ থেকে ১০ দিন রাখা হয়।

এ বিষয়ে ছাগলগুলোর মালিক জ্যানেট জানান, ছাগলগুলোর হজমপ্রক্রিয়া খুবই শক্তিশালী, ছাগলগুলোর মলে থাকা বীজ থেকে ক্ষতিকর গাছগুলো আর নতুন করে জন্মায় না।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: