বাল্যবিবাহ রোধে ও মাদক বিরোধী সচেতনামূলক সাইক্লিং র‌্যালি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:১৯ পিএম

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সচেতনা মূলক সাইক্লিং র‌্যালি করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে এ সাইক্লিং র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা। শহরের ৩ কি.মি. সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
 
এতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শ’ সাইক্লিষ্ট অংশ নেয়। র‌্যালিতে অংশ গ্রহণকারীরা বাল্যবিবাহ ও মাদক বিরোধী শ্লোগান দেয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ র‌্যালির আয়োজন করে।

এর আগে শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শান্তিমনি চাকমা, বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মাসুদ।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: