‘ফের ক্ষমতায় এলে দুটি চামড়া শিল্পাঞ্চল নির্মাণ হবে’

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৬:১৪ পিএম

পুনরায় নির্বাচিত হলে চট্টগ্রাম ও রাজশাহীতে চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, চামড়া শিল্পের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা কিছু করা প্রয়োজন সরকার তা করবে। এতদিন তা করেছি।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) বঙ্গবন্ধু অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সি শো ব্লিস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

চামড়া শিল্প ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি নির্বাচিত হলে শিল্পাঞ্চল ও ট্যানারি নির্মাণ করব। অন্যথায় আপনারা নিশ্চিত করবেন যে নতুন সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন। তিনি চেয়েছিলেন, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি দেশ। কিন্তু তার চাওয়াটা বাস্তবায়ন করতে পারেননি। মাত্র সাড়ে তিন বছর তিনি সময় পেয়েছিলেন। এ সাড়ে তিন বছরে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে একদিকে পুনর্বাসন-পুনর্গঠনের কাজ অপরদিকে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি দেশ পরিচালনার যাত্রা শুরু করেন। মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের স্বীকৃতি অর্জন করে দিয়ে যান। ১৫ আগস্ট আমাদের জীবনে যদি না আসতো তাহলে হয়তো বাংলাদেশ আগেই বিশ্বের বুকে উন্নত ও সমৃদ্ধ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো।’

রফতানি বাজেট বাড়ানোর জন্য ব্যবসায়ীদের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবসময় আপনাদের মাথায় রাখতে হবে আরও কোন কোন দেশে আমরা রফতানি করতে পারি। কোন দেশের চাহিদা কি, কোথায় আমরা আমাদের রফতানিটা বাড়াতে পারি।’

‘তাহলে আমাদের উৎপাদনও যেমন বাড়বে, দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে, ব্যবসায়ীদের ব্যবসা এবং রফতানি উভয়ই বৃদ্ধি পাবে। এজন্য আমাদের বাজেটও বাড়াতে হবে এবং প্রণোদনাও দিতে হবে। আওয়ামী লীগ সরকার নিজেরা ব্যবসা করে না, বরং ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়।’

&dquote;&dquote;দেশে বিভিন্ন চামড়া শিল্প গড়ে তোলায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সেক্টরটিকে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র। সেই সম্ভাবনাটা আমাদের কাজে লাগাতে হবে। সেই দিকে দৃষ্টি দিয়েই আমাদের সবরকম ব্যবস্থা নিতে হবে।’

চামড়া শিল্পনগরী বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে থাকা ট্যানারি শিল্পসমূহকে একটি পরিবেশবান্ধব জায়গায় স্থানান্তরের জন্য ঢাকার সাভারে ধলেশ্বরী নদীর তীরে ২০০ একর জমিতে চামড়া শিল্পনগরী স্থাপন করেছে সরকার। সেখানে ১১৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে।’

‘তবে এটাকে আরও আধুনিকায়ন করা দরকার। আমাদের দেশের জনগণ অনেক মেধাবী, একটু প্রশিক্ষণ দিলেই তারা সুন্দর কাজ করতে পারে, বিশেষ করে মহিলারা চমৎকার হাতের কাজ করতে পারে। কাজেই এভাবে ব্যান্ডগুলোকে আমরা আরও সুন্দর রূপ দিতে পারি।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশিষ বসু, এফবিসিসিআই প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি সফিউল ইসলাম স্বাগত বক্তৃতা করেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিনদিনব্যাপী চামড়া শিল্প প্রযুক্তির প্রদর্শনী। ‘লেদারটেক বাংলাদেশ-২০১৮’ নামে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ফিতা কেটে দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত করেন। এর আগেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: