কাবাঘর লাইভ দেখলে কি কোনো ফায়দা হয়?

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০২:৪২ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৬৭ তম পর্বে কাবাঘর লাইভ দেখার কারণে কোনো ফায়দা হয় কি না, সে সম্পর্কে  টেলিফোনে জানতে চান একজন দর্শক।

এ প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ফায়দা বলতে শুধু অনুভূতি আবেগ তৈরি ছাড়া আর কিছুই নেই। হতে পারে যে, কোনো বন্ধু বা ভাই আল্লাহর ঘর দেখার কারণে তার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে, অনুপ্রেরণা কাজ করতে পারে। হজ ওমরা না করে থাকলে তা করার জন্য আগ্রহ তৈরি হতে পারে। তা ছাড়া এর জন্য সুনির্দিষ্ট কোনো সওয়াব হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।

আর কাবা শরিফ লাইভ দেখালে তার সাথে সাথে কোরআন তিলাওয়াতও চলতে থাকে। সেটা শোনার কারণে কারো মধ্যে দ্বীনি পরিবেশে থাকার কারণে দ্বীনের চর্চার একটা আবেগ কাজ করতে পারে। এই ধরনের ফায়দা হতে পারে, তবে সুনির্দিষ্ট সওয়াবের বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: