বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এডিসন গ্রুপের চুক্তি

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম

মোবাইল এ্যাসেম্বলিং ও ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এডিসন গ্রুপ।

বুধবার (২৮ নভেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের কেন্দ্রীয় সভাকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করে, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যাবস্থাপনা পরিচালক, সেক্রেটারি হোসনে আরা বেগম, এনডিসি এবং এডিসন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও সিএফও জাকারিয়া শাহিদ।

এই চুক্তির আওতায় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি কর্তৃপক্ষের কাছ থেকে সিম্ফনি মোবাইল তাদের এই এ্যাসেম্বলিং ও ম্যানুফ্যাকচারিং কারখানার জন্য ৫.১৬ একর জমির বরাদ্দ পেয়েছে।বিজ্ঞপ্তি।

বিডি২৪লাইভ/এমএম/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: