নতুন রূপে হুয়াওয়ের ব্র্যান্ডশপ

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ পিএম

সারাদেশে হুয়াওয়ের ১৫০টির বেশি ব্র্যান্ডশপ নতুন রূপে সেজেছে। গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে দেশব্যাপী অর্ধেকের বেশি ব্র্যান্ডশপ আধুনিকায়ন করেছে হুয়াওয়ে বাংলাদেশ। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, পুলিশ প্লাজাসহ রাজধানীর বিভিন্ন এলাকা, বিভাগীয় ও জেলা শহরগুলোর ব্র্যান্ডশপে এ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক ছাদের নিচে আরও সুন্দর পরিবেশে ক্রেতারা হুয়াওয়ের সব ডিভাইসের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

সম্প্রতি দেশব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ নতুন সজ্জিত ব্র্যান্ডশপগুলোর উদ্বোধন করা হয়। বাংলাদেশে এ উপলক্ষে আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে বিশ্বের শীষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। এসব ব্র্যান্ডশপ থেকে কেউ হুয়াওয়ে স্মার্টফোন কিনলে পাবেন আকর্ষণীয় উপহার। উপহারের মধ্যে রয়েছে টি-শার্ট/গিফট বক্স/ওয়্যারলেস হেডফোন/পাওয়ার ব্যাংক/সেলফি স্টিক/ব্লুটুথ স্পিকার/ মেমোরি কার্ড/ ফ্লিপ কাভার/ ব্যাক কাভার ইত্যাদি। তবে গ্রাহক কোন গিফট পাবেন এটি নির্ভর করবে সংশ্লিষ্ট ব্র্যান্ডশপের গিফট স্টকের ওপর। অর্থাৎ ‘আগে আসলে আগে পাবেন’ এই ভিত্তিতে গিফট পাওয়া যাবে। এছাড়া হুয়াওয়ের প্রতিটি নতুন ফোন ক্রয়ে বাড়তি ১ টাকা দিয়ে স্ক্রিন প্রটেক্টর অথবা চাবির রিং পাওয়া যাবে।

ব্র্যান্ডশপগুলো নতুনভাবে সাজানোর কারণ হিসেবে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, “বাংলাদেশ আমাদের কাছে খুবই প্রতিশ্রুতিশীল একটি বাজার। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে। তাই বিশে^র সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশে হুয়াওয়ের ১৫০টির বেশি ব্র্যান্ডশপ নতুন রূপে সেজেছে। আশা করি, এ ব্র্যান্ডশপগুলো থেকে ক্রেতারা আরও ভালো মানের সেবা পাবেন।”

উল্লেখ্য, এ অফার শুধু হুয়াওয়ের নির্ধারিত ১৫০টির বেশি নতুনরূপে সজ্জিত ব্র্যান্ডশপের জন্য প্রযোজ্য। অফার চলবে আগামী ৫-১০ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: