শেষ দিনে মনোনয়ন বৈধ হলো যাদের

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ পিএম

নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে রাত নয়টা পর্যন্ত ৫৩ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ হয়েছে। এর ফরে তারা নির্বাচানে অংশ নিতে পারবে। শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে এ আপিল শুনানি হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সহ চার কমিশনার শুনানি করেন। ইসি সচিব এ শুনানির পরিচালনা করেন। আজকে ৩১১ তালিকা নম্বর থেকে ৫৪৩ জনের আবেদন শুনানি নিবে ইসি। রাত নয়টা পর্যন্ত ৪৯৮ নম্বর সিরিয়ালের মধ্যে বৈধ হয়েছেন ৫৩ জন।

তারা হলেন: জামালপুর-৩ আসনের নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা-১ আসনের আব্দুল কাইয়ুম খান, ময়মনসিংহ-৬ আসনের চৌধুরী মুহাম্মাদ ইসহাক, ব্রাম্মণবাড়িয়া-২ শাহ মফিজ, ব্রাম্মণবাড়িয়া-২ মহিউদ্দিন মোল্লা, ব্রাম্মণবাড়িয়া-৩ আসনের সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম-৯ আসনের মো. মোরশেদ সিদ্দিকি, চাঁদপুর-৪ আসনের জেড খান মো. রিয়াজ উদ্দিন, খাগড়াছড়ি আসনের নতুন কুমার চাকমা, চট্টগ্রাম-৫ আসনের নাসির উদ্দিন, বান্দরবান আসনের মামাচিং, চট্টগ্রাম-৮ আসনের এম মোরশেদ খান, রাজশাহী-৫ আসনের মো. আবু বকর সিদ্দিকি ও নাদিম মোস্তফা, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ, জয়পুরহাট-১ আসনের আলেয়া বেগম, সিরাজগঞ্জ-৫ আসনের মো. আলী আলম, রাজশাহী-১ মুজিবুর রহমান, যশোর-৫ ইবাদুল খালেসী, কুষ্টিয়া-৪ আসনের মো. তছির উদ্দিন, যশোর-১ আসনের মো. সাজেদুর রহমান, যশোর-৪ লিটন মোল্লা, যশোর-৫ রবিউল ইসলাম, টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনান স্বপন, ঢাকা-১৭ শওকত আজিজ, ঢাকা-১৯ মো. কফিল উদ্দিন, লক্ষীপুর-২ রহুল আমিন ভূঞা, চট্টগ্রাম-৫ আসনে মাসুদুল আলম বাবলু, ব্রাম্মণবাড়িয়া-৬ আসনের এ কে এম জাবির, চট্রগ্রাম-১৩ নারায়ণ রক্ষিত, কুমিল্লা-৩ মো. আকবর আমিন বাবুল, ব্রাম্মণবাড়িয়া-৫ আসনের কাজী নাজমুল হোসেন, যশোর-৪ মোহাম্মদ আলী জিন্নাহ, যশোর-৫ আসনের নিজাম উদ্দিন অমিত, যশোর-৩ আসনের সৈয়দ বিপ্লব আজাদ, যশোর-২ আসনের এম আছাদুজ্জামান ও ফিরোজ শাহ, হবিগঞ্জ-৪ আনছারুল হক, সিলেট-১ আনোয়ার উদ্দিন বোরহান, সিলেট-৫ মো. নুরুল আমিন, নীলফামারী-১ এ আহম্মেদ বাবের বিল্লাহ (মুন), নীলফামারী-৩ আব্দুল ওয়াহেদ, রংপুর-৪ বেলাল হোসেন, ঢাকা-১৭ আসনের নাজমুল হুদা, রাজশাহী- ৩ মেরাজ উদ্দিন মোল্লা। নারায়নগঞ্জ -১ মো. মাহফুজুর রহমান, ঝিনাইদহ -৩ ইসমাইল হোসেন, কুষ্টিয়া -১ মো. আবদুল খালেক সরকার, রাজশাহী-১ মো. আলফাজ হোসেন, কক্সবাজার -১ মো. হাবিবুল্লাহ, বি বাড়িয়া -৩ মওলানা মুজিবুর রহমান, বান্দরবান ওম্মে ককুলসুম সুলতানা লীনা, কুমিল্লা-৬ সৈয়দ গোলাম মহিউদ্দিন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: