জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক ভিত্তি নেই বিএনপির

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১২:৫০ পিএম

জনগণের কাছে বিএনপির ভোট চাওয়ার মতো কোনো নৈতিক ভিত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের কাছে ভোট চাওয়ার মতো তাদের (বিএনপি) কোনো নৈতিক ও যৌক্তিক ভিত্তি নেই। তাই নিজেদের নিশ্চিত পরাজয় জেনে তারা চক্রান্তের মাধ্যম নাশকতার ও সন্ত্রাসের পথ ধরে নির্বাচনে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিএনপি জামায়াতের এই হিংস্র থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করে বাংলাদশের টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বর্পূণ নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি জামায়াত ও ঐক্যফ্রন্টের সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তথাকথিত জাতীয় ঐক্যফ্রন্টের নামে বিএনপি জামায়াতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ড. কামাল হোসেন সাহেবরা।’

এইসব ব্যক্তিরা স্বাধীনতাবিরোধী-যুদ্ধপরাধীদের সংগঠন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগঠন, দুর্নীতিবাজ সংগঠন, আগুন সন্ত্রাস, এতিমের টাকা আত্মসাৎকারী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার খুনীদের পক্ষ অবলম্বন করেছে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নানক বলেন, ‘ধানের শীষ মার্কায় নির্বাচনের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের ভাওতাবাজির মুখোশ উন্মোচিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বর্ণচোরা এই রাজনীতিবীদরা জনগণের রায়ে প্রত্যাখ্যাত হবে। আমরা চাই একটা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।’

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: