আ’লীগ-বিএনপি সংঘর্ষ, অগ্নিসংযোগ

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ পিএম

সিরাজগঞ্জে বিএনপির প্রচার মিছিলে বাঁধা দেয়ার কারণে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার চক শিয়ালকোল, সারটিয়া, ধুকুরিয়া ও কামারখন্দে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাইকোর্টের রায়ে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে চক শিয়ালকোল এলজিইডি মোড়ে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করলে উভয়পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে বিএনপি কর্মী শফিকুল ইসলাম ও রেজাউল কামরুল পান্নাসহ নয়জন আহত হন।

অন্যদিকে, সন্ধ্যায় কামারখন্দ উপজেলা সদরের গেটে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময় ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন কর্মী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল মাহমুদ খানকে মারপিট করে।

অন্যদিকে, শিয়ালকোল ইউপির ধুকুরিয়া গ্রামে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসহাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট ও খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান জানান, ইকবাল হাসান টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা হবার পর চক শিয়ালকোলে মিছিল করার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়।

সন্ধ্যার পর স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসহাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-আগুন ধরিয়ে দেয়া হয়।

যুবদল নেতা ইসহাক জানান, বহিরাগত আওয়ামী লীগের ক্যাডারদের সাথে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা অতর্কিতভাব হামলা চালিয়ে বাড়ি-ফার্ম আগুন ধরিয়ে দিয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু জানান, বিএনপির নেতাকর্মীরাই আওয়ামী লীগের লোকজনকে মারপিট করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, সংবাদ পেয়ে শিয়ালকোল এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।


বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: