জাফরউল্লাহর জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৫৮ পিএম

ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গার মোড়ে নির্বাচনী পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে না থাকলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। তাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ দিন।

ঢাকায় ফেরার পথে পর্যায়ক্রমে আরও ছয়টি পথসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মজিবর রহমান নিক্সন। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন নিক্সন।

পথসভার পরবর্তী স্থানগুলো হল- রাজবাড়ী জেলার রাজবাড়ী রাস্তার মোড়, মানিকগঞ্জের পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা ও ধামরাইয়ের রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড।

বিডি২৪লাইভ/এসএ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: