একসঙ্গে চার ওপেনার, কারণ জানালেন মাশরাফি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশের পর ওয়ানডেতেও সেই লক্ষ্যে নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ওয়ানডেতে জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে সাই হোপ এর অনবদ্য ব্যাটিংয়ে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে নামার আগে তাই ঘুরে ফিরে আসছে টাইগার একাদশে চার ওপেনার খেলানো প্রসঙ্গে। এবার এ বিষয়ে কথা বললেন মাশরাফি।

টাইগার অধিনায়ক বলেন, ‘আসলে আমরাও তো একটা নির্দিষ্ট পরিকলনা নিয়েই চার ওপেনার খেলাচ্ছি। বলবো না যে সেটাই শতভাগ সঠিক এবং চার ওপেনারকেই ওভাবে খেলাতে হবে। সব সিদ্ধান্ত তো আর শতভাগ ফলপ্রসু হয় না। তারপরেও আমাদের প্রথম ম্যাচে লিটন ক্লিক করেছিল, সৌম্য ভালো খেলতে খেলতে শেষ দিকে আউট হয়েছে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘এটা ঠিক যে ইমরুল দুই ম্যাচে রান পায়নি। সৌম্যও ছয়ে খেলে সে অর্থে রান পায়নি। তবে আগের ম্যাচে লিটন ব্যথা পেয়ে বাইরে না গেলে পুরো চিত্রটা ভিন্নরকম হতে পারত। আবারও বলছি যে এটাই চূড়ান্ত নয় যে এই চার ওপেনার দিয়েই আমাদের ব্যাটিং অর্ডার আবর্তিত হবে। আমাদের পাঁচে-ছয়ে ফিক্সড পারফরমার আছে। এর বাইরে মিঠুনও বিবেচনায় আছে। সেও ছয়ে খেলার যোগ্য।’

এসময় মাশরাফির কথায় ইঙ্গিত পাওয়া যায় মূলত ফর্মের চূড়ায় থাকার কারণে ইমরুল, লিটন বা সৌম্যর কাউকেই বাদ দেয়া যায়নি। এছাড়া ওপেনিং জুটিতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন তৈরি করার লক্ষ্যেই আগের সিরিজে ইমরুল ওপেনিংয়ে নেমে ভালো করলেও এবার তাকে তিনে নামিয়ে উদ্বোধনের দায়িত্ব দেয়া হয়েছে লিটনের কাঁধে।

মাশরাফি বলেন, ‘ইমরুল আগের সিরিজে প্রায় সাড়ে তিনশ (৩৪৯) রান করেছে। আগের সিরিজে এতো ভালো করা কাউকে পরের সিরিজেই বাদ দেয়া কঠিন। তাই ইমরুলকে খেলানো হয়েছে। আর লিটনকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পাঠানো হয়েছে মূলত ডানহাতি-বাহাতি কম্বিনেশনের কারণে। এজন্যই মূলত ইমরুলকে তিনে খেলানো।’

‘এছাড়া দেখেন পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত আমাদের ফিক্সড পারফরমার আছে। সাকিব তিনে ভালো খেলছিল, রানও করছিল। কিন্তু এখন সাকিব পাঁচে নেমে গেলে ব্যাটিং গভীরতা বাড়ে। এটাও তাকে নিচে নামিয়ে আনার কারণ।’ – আরও বলেন মাশরাফি।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: