‘এলাকায় যেতে পারলে ইসির নিরাপত্তা লাগবে না’

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:০৪ পিএম

নিরাপত্তার কারণে নিজেকে লঞ্চে উঠিয়ে দেয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ।

তিনি বলেন, নিরাপত্তাহীনতার মুখে জীবন নিয়ে সদরঘাট থেকে ফিরে এসেছে। আজ তিনি হাসপাতালের আইসিইউতে থাকতে পারতেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন গিয়ে কমিশনার শাহাদত হোসেন চৌধুরীর কাছে লিখিত অভিযোগ জানান হাফিজ উদ্দিন। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য এখনই সেনা মোতায়েনের দাবি করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, গতকাল বুধবার (১২ ডিসেম্বর) তাসরিফ-৪ নামের লঞ্চে করে তাঁর নির্বাচনী এলাকা ভোলার লালমোহনে যাওয়ার কথা ছিল। সাড়ে ছয়টার দিকে তিনি সদরঘাটে যান। গিয়ে জানতে পারেন ছাত্রলীগ-যুবলীগ লঞ্চের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা লঞ্চটিকে মাঝ নদীতে নিয়ে যায় এবং ৪০টি কেবিন ভাঙচুর করে। তার কর্মীদের মারধর করে। তিনি জীবন নিয়ে ফিরে আসেন।

ছয় বারের এমপি তিনি জীবনে কখনো হারেননি উল্লেখ করে তিনি ইসির কাছে লঞ্চে ওঠার নিরাপত্তা দাবি করেন।

হাফিজ উদ্দিন বলেন, লঞ্চে উঠতে পারলে এলাকায় পৌঁছাতে পারবো। এলাকায় যেতে পারলে ইসির নিরাপত্তা লাগবে না। তখন এলাকাবাসীই নিরাপত্তা দেবে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: