সৌদিতে দুর্বৃত্তদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ এএম

সৌদি আরবে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশী ও এক ভারতীয়সহ দুইজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপর এক বাংলাদেশী স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে সৌদির জিজান প্রদেশের সামতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশীর বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তিনি সামছুল হক মন্ডলের ছেলে মোশারফ হোসেন মন্ডল। তার একটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। গুরুতর আহত বাংলাদেশী কুমিল্লা মেঘনা থানার সুজন।

&dquote;&dquote;জানা যায়, দুর্বৃত্তরা কয়েকজন মিলে তাদের ময়লাবাহি গাড়িতে ২০/২২ রাউন্ড গুলি ছুড়লে গাড়ির সম্মুখে বসে থাকা দুই জন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতরা ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী।

একই কোম্পানিতে কর্মরত নিহতের ভাই আনোয়ার মন্ডল জানান, গুলি ছোড়া এক দুর্বৃত্ত সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট হতাহতের সহায়তায় জিজানের ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠিয়েছেন বলে জানা গেছে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: