বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:০০ এএম

শেরপুরের নালিতাবাড়ীর সরকারী নাজমুল স্মৃতি বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জাহিদ হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম মোয়াজ্জেম হোসেন এতে সভাপতিত্ত্ব করেন। 

সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষনা ইনস্টিটিউটের অধ্যাপক বরেণ্য শিক্ষাবিদ ড. মোহাম্মদ নুরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেট কমার্শীয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সারোয়ার হোসেন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মকিম উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা জিন্নাহ প্রমুখ। সেমিনারে বক্তারা বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে বিশদ আলোচনা করেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: