বিএনপি অফিসে আগুন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৯ পিএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপি অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুনে বিএনপি অফিসের আসবাবপত্র ছাড়াও অফিস সংলগ্ন দুইটি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সারিয়াকান্দি পৌর শহরের বালিকা বিদ্যালয় সড়কে  অবস্থিত উপজেলা বিএনপি অফিসে এঘটনা ঘটে।

খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিএনপি অফিসের আসবাবপত্র ছাড়াও অফিস সংলগ্ন জিহাদুল ইসলামের সরকার সাইকেল স্টোর এবং আইয়ুব আলীর একটি কম্পিউটারের দোকানের মালামাল পুড়ে যায়।সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানানো হয় আগুনের সূত্রপাতের কারণ তারা জানতে পারেনি।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক বলেন, রাত ১টার দিকে বিএনপি অফিসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের মাঝে আতংক সৃষ্টি করার জন্য আ’লীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে বিএনপি অফিসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: