রাজধানীর পুলিশ প্লাজার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১ পিএম

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার একঘন্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে আটটার দিকে পুলিশ প্লাজার ফুটকোড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বিডি২৪লাইভকে জানান, রাত সাড়ে আটটার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় ফুটকোডে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: