যেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:১৫ পিএম

দুই-তিনদিনের মধ্যে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের মতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে এমনটা হতে পারে। আর আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন সারাদেশে শীত থাকবে বলেই ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

তারা বলছে- যেহেতু নির্বাচন ডিসেম্বরের শেষের দিকে, তাই ওইসময় একটু ঠাণ্ডা থাকে, সেরকমই থাকবে। এসময় সাধারণত ১০ তাপমাত্রা থাকতে পারে।

আর নিম্নচাপটি কেটে গেলে তাপমাত্রা কমে যাবে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ সময় সংবাদকে জানান, ১৯ তারিখের পর দেশের কিছু কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন সারাদেশে শীত থাকবে বলেই ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘যেহেতু একটা গভীর নিম্নচাপ আছে, এই সিস্টেমটা কাটতে আরো ৩-৪ দিন লাগবে। এর পরিপ্রেক্ষিতে ১৭-১৮ তারিখের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণাঞ্চলে একটু বৃষ্টিও হতে পারে। আমরা আশা করছি ১৯ তারিখের পর তাপমাত্রা কমে যাবে।’

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: