‘যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল আজ তারাই সংগঠিত হয়েছে’

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩২ পিএম

মহান বিজয় দিবসে আমাদের শপথ নিতে হবে এ দেশ থেকে ৭১’র পরাজিত শক্তিকে চিরতরে নির্বাসিত করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল আজ আবার তারাই সংগঠিত হয়ে এ দেশটাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই মহান বিজয়ের মাসে ৩০ ডিসেম্বর বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় আমাদের ছিনিয়ে আনতে হবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন নৌকা বিজয়ের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করুন।

রোববার (১৬ ডিসেম্বর) পাংশা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অদুদ সরদার অতুর, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল প্রমুখ।

এর আগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছা সেবকলীগ, শ্রমিকলীগ, ফল ব্যাবসায়ী সমিতি, মহিলা লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: