দিনদুপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ২

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১১ এর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি চলাকালীন সময়ে ল্যাংড়া খসড়ু ও কানা সুমন নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটবনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য। গুলিবিদ্ধ আহতরা হলো- মোকাররম হোসেন (৪৫) ও সাফায়ত (৩১)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় র‌্যাবের মাদকের অভিযান পরিচালনাকালে এই ঘটনা ঘটে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার মোঃ এমায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় সিপাহীপাড়া এলাকায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দুই র‌্যাব সদস্যের ডান ও বাম হাতে গুলি লাগে।

তাদের গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় ল্যাংড়া খসরু ও কানা সুমন নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি আরো জানান, সন্ত্রাসীদের কাছ থেকে দুইটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: