আতঙ্কিত বিএনপির নেতাকর্মীরা!

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:১২ পিএম

নানা স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলা হওয়ায় আতঙ্কিত দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শুরু হয়েছে বিভিন্ন জেলায় পথসভা।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা জেলার চান্দিনার রেজওয়ান আহমদ ডিগ্রি কলেজে এক পথসভায় অংশ নেয় বিএনপির এ শীর্ষ নেতা।

চান্দিনার পথ সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকলেও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। 

সরেজমিন দেখা গেছে, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জনসভার আশেপাশে উপস্থিতি রয়েছে। যেকোন সময় হামলা হতে পারে বিএনপির নেতাকর্মীদের ওপর। 

এমন ভয়ে থাকার পরও বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত হন সভায়। তবে সকলের চোখে মুখে আতঙ্ক পুরোপুরি বোঝা যাচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে চান্দিনার ইমরান হোসেন নামে এক বিএনপি কর্মী বিডি২৪লাইভকে বলেন, পুলিশ আর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এর মধ্যেই সভায় আসছি। সারাদিনই আওয়ামী লীগের হামলার ভয়ে থাকতে হয়।

তিনি বলেন, শত হামলা মামলার পরও জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের জয় সু-নিশ্চিত।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: