সখিপুরে পুলিশের উপর হামলা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৫০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে দুস্কৃতিকারীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বড়চওনার মুটের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে চার পুলিশ সদস্য আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, এস আই দয়াল চন্দ্র সরকার, এস আই আইয়ুব খান, এ এস আই ফয়েজ উদ্দিন ও  কনস্টেবল শফিকুল ইসলাম। এ সময় দুস্কৃতিকারীরা পুলিশের গাড়ি (টাঙ্গাইল ম- ০২-০০১৫) ভাংচুর করে।

সখিপুর থানা সূত্রে জানা যায়, এজাহারভুক্ত আসামী আঃ হালিম লাল সহ অন্যান্য আসামীদের ধরতে, মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনরত ছিল। এ সময় এজাহারভুক্ত আসামী আঃ হালিম লাল এর নেতৃত্বে  দুস্কৃতিকারী রাস্তায় গাছের গুড়ি ফেলে পুলিশের গাড়ির গতি রোধ করে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ তখন ঊনিশ রাউন্ড ফাকা গুলি করেন। 

খবর পেয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: আহাদুজ্জামান ও সখিপুর সার্কেলের জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মো: মুহসিন আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: