হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৫:২৫ পিএম

খাগড়াছড়ি সদরের সাতভাই পাড়া এলাকায় এক হাজার অসহায় ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের পাহাড়ি এলাকা সাতভাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল আরাফাত হোসেন, রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. রফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক বলেন, সেনাবাহিনীর কাজ শুধুমাত্র নিরাপত্তা দেওয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সাতভাই পাড়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের ১০০০ পাহাড়ী ও বাঙালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এছাড়াও পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসহায় দূস্থদের মাঝেও বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দিচ্ছে সেনাবাহিনী এবং ভবিষ্যতে এই কাজ অব্যহত থাকবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: