সপরিবারে দেশ ছাড়লেন সাকিব

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হয়েছে শনিবার (২২ ডিসেম্বর) রাতে। সিরিজ শেষে দেরি না করে ওইদিন রাত ১টায় দেশে ফিরে গেছে সফরকারী উইন্ডিজ। ক্যারিবীয়দের বিদায়ের একদিন না যেতেই ওমরাহ পালন করতে সৌদি আারবের উদ্দেশ্যে দেশ ছাড়লেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান।

অনেকটা নীরবে-নিভৃতেই আজ বিকেল ৪টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে বিমানে চড়েন সাকিব এবং তার পরিবার।

&dquote;&dquote;

চলতি বছর সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ করেছিলেন সাকিব আল হাসান। হজ থেকে ফিরে আসার পর আঙ্গুলের ইনজুরি নিয়ে খেলেছিলেন এশিয়া কাপ ক্রিকেট। যদিও সেই ইনজুরির কারণেই এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুই ম্যাচ না খেলে ফিরে আসতে হয়েছিল সাকিবকে।

সেই ইনজুরির কারণে কিছুদিন ভুগতে হয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এ নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল তাকে। এরপর দেশে ফিরে এলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পুরোটাই মিস করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফিরে এসেছেন আবার মাঠে।

জানা গেছে, পবিত্র ওমরাহ পালন শেষে ২৯ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: