গাফিলতিতে ছাড়লো না কুবির সান্ধ্যকালীন বাস

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭ পিএম

১৫/২০ জন শিক্ষার্থী দাড়িয়ে আছে বাসের অপেক্ষায়। কখন ছাড়বে বাস? হয়তো পথেও অপেক্ষা করছে শিক্ষার্থীরা। কেউ কেউ শহরে যাবে সারাদিন শেষে আবার কেউ বা যাবে টিউশনিতে। সবারই কোন না কোন কাজ রয়েছে শহরে। কিন্তু সন্ধা সাতটা পার হলেও ছাড়ছে না বাস। কিন্তু কেন? তেমন কোন কারণ খুজে পাচ্ছে না শিক্ষার্থীরা। এমনই পরিস্থিতির সম্মুখীন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা তাদের সান্ধ্যকালীন বাসের জন্য।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির এমন গাফিলতির কারনেই বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি সন্ধ্যাকালীন বাস এমনটাই অভিযোগ করে শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাস থেকে শহরগামী শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় চরম অসন্তোষ ও ক্ষোভের।

জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে বন্ধের দিন ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ৭ টায় ক্যাম্পাস থেকে শহরে একটি বাস ছেড়ে যায় এবং রাত সাড়ে ৮ টায় শহর থেকে ক্যাম্পাসে ফিরে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে না যাওয়ায় শহরমুখী শিক্ষার্থীরা বিপদে পড়ে যায়।

ভোক্তভোগী এক শিক্ষার্থী খোরশেদ আলম বলেন, ‘আমরা সাংস্কৃতিক সংগঠনের কাজ শেষ করে বাসের জন্য অপেক্ষা করে বসে আছি। কিন্তু এখন শুনি বাস নেই। এখন অনেক কষ্ট করে শহরে যেতে হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমদের বাস নিয়মিত চলাচল করবে এটা আমাদের প্রত্যাশা। কিন্তু হুট হাট করে প্রশাসন এভাবে বাস বন্ধ করে দিয়ে আমাদের বিপদে ফেলে কি লাভ পাচ্ছে? শিক্ষক কর্মকর্তাদের বাস খালি নিয়েও চলাচল করতে পারে কিন্তু মাঝে মাঝে শিক্ষার্থীদের সংখ্যা কম দেখলেই প্রশাসন বাস বন্ধ করে দেয়। আমরা এর সমাধান চাই।’

বাস না পেয়ে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সমালোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের একটি ফেইসবুক গ্রুপে স্ট্যাটাসে বলেন, ‘২০ থেকে ২৫ জন শিক্ষার্থী বাসের জন্য অপেক্ষা করে বাস পায়নি। ধিক্কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে।’ তিনি প্রশ্ন রাখেন কেন সন্ধ্যাকালীন বাস বন্ধ করে দেয়া হয়েছে?

এদিকে কেন বাস ছাড়া হয়নি এমন প্রশ্নের জবাবে সান্ধ্যকালীন বাসের ড্রাইভার সুজন বলেন, ‘বাস ছাড়ার সময় মাত্র একজন শিক্ষার্থী ছিল। তাই পরিবহন কমিটির সভাপতির নির্দেশে বাস বন্ধ রেখেছি।’

এ নিয়ে জানতে চাওয়া হলে পরিবহন কমিটির দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকার কারণে আজকে বাস ছেড়ে যায়নি। আগামী রবিবার থেকে বাস নিয়মিত চলবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির প্রধান স্বপন চন্দ্র মজুমদার বলেন, ‘বাসের ড্রাইভার ফোন করে একজন শিক্ষার্থী আছে এমনটা বলায় আমি বাস ছাড়তে নিষেধ করি। তবে বেশি শিক্ষার্থী থাকার বিষয়টি আমার জানা ছিল না। পরিবহনের ক্ষতি হবে ভেবেই বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে এমনটা হবে না।’

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: