টসে জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৯, ১২:৩২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট সিক্সার্স। আজ বুধবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

অন্যদিকে, টস হেরেও অসন্তুষ্ট নন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। তিনিও চেয়েছিলেন আগে বোলিং করতে।

আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল চিটাগং। সে ম্যাচে আগে বোলিং করে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে মাত্র ৯৮ রানেই থামিয়ে দিয়েছিল চিটাগং। আজকের ম্যাচেও সে লক্ষ্য নিয়েই নামবে তারা।

অপরদিকে তারকাখচিত ব্যাটিং লাইনআপ গড়েও নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১২৭ রানের বেশি করতে পারেনি সিলেট। পরে একদম শেষ ওভারে ম্যাচ হারতে হয়েছে ৪ উইকেটের ব্যবধানে।

ওয়ার্নারের অভিজ্ঞতা ও লিটন দাস-সাব্বির রহমানদের তারুণ্যের মিশেলে ঘুরে দাঁড়ানোই এই ম্যাচের মূল চ্যালেঞ্জ।

সিলেটের জন্য খুশির খবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নাসির হোসেন। তৌহিদ হৃদয়ের বদলে জায়গা করেন নিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।

সিলেট সিক্সার্স: লিটন দাস (আইকন), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

চিটাগং ভাইকিংস: মোহাম্মাদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু যায়েদ রাহি, খালেদ আহমেদ। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: