অপেক্ষার অবসান হচ্ছে প্রবাসীদের

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯, ০৩:৩১ পিএম

দীর্ঘদিন অপেক্ষার পর প্রবাসীদের ভোটার হওয়ার সপ্ন ব্যস্তবায়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৬ জানুয়ারি প্রবাসীদের ভোটর করতে একটি কমিশন বৈঠক করবে ইসি। নির্বাচন ভবনে ঐদিন সকালে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের কার‌্যপত্র থেকে জানা যায়, বিদেশে বসবাসরত সকল প্রবাসীকে পর‌্যায় ক্রমে সে দেশে গিয়ে ভোটার করবে ইসি। তবে প্রথমে দুবাই ও সিঙ্গাপুর এ দুটি দেশ থেকে শুরু করতে চাই সাংবিধানিক সংস্তাটি।

এদিকে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রথমে ভোটার করার প্ররিকল্পনা রয়েছে দুবাই- সিঙ্গাপুরে ।তবে কশিমন চূড়ান্ত সিদ্ধন্ত দিবে এ বিষয়ে।

হেলালুদ্দীন আহমদ বলেন, প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে আগামী এপ্রিল মাসে। এ ক্ষেত্রে প্রথমে দুবাই- সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন, তাঁদের ভোটার করা হতে পারে। ইসির একটি দল দুবাই ও সিঙ্গাপুরে যাবে। তারা সার্বিক বিষয়ে প্রতিবেদন দিবেন।

বিডি২৪লাইভ/এএইচ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: