‘এমপির স্বাদ জনগণ ভোগ করবে’

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯, ০৫:৪৬ পিএম

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তে নিরলস ভাবে কাজ করেছে, আমি সংসদ হওয়ার পর এটাই আমার প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম, আজ বাবার কথা মনে পড়ছে। এ সময় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে মিলাদ গাজী।’

তিনি বলেন, ‘নবীগঞ্জ-বাহুবলের জনগণের আস্থা ভালোবাসা ও দোয়া থাকার কারণেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমি এমপি হয়নি হয়েছেন আপনারা, এমপির স্বাদ আমার জনগণ ভোগ করবে।’

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের এস এন পি উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক চারতলা ফাউন্ডেশনের এক তলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এস এন পি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গতি গোবিন্দ দাশ, ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুছা, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি, নিলুফা ইয়াছমিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক রাজেশ দাশ রাজুসহ আরও অনেকেই।    

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: