ইবির নতুন পরিবহন প্রশাসকের দায়িত্ব গ্রহণ 

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯, ০৯:০২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটেক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম। 

শনিবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে পরিবহন প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করেন। 

দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তিনি সদ্য বিদায়ী পরিবহন প্রশাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

জানা যায়, অধ্যাপক ড. আনোয়ার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় গত ১৯ ডিসেম্বর আগামী এক বছরের জন্য অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর শনিবার (১২ জানুয়রি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার জামিল হোসেনের সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র ব্রর্ম্মন, পরিবহন পরিচালনা পর্ষদের আহবায়ক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহসহ পরিবহন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: