ইলিশা জংশন বাজারে আগুন, পুড়ে ছাঁই ৩৫ দোকান 

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯, ০৮:৩৮ এএম

ভোলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারের উত্তর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯ টার দিকে জংশন বাজারের উত্তর বাজারের একটি ওয়ার্কশপের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

এ সময় স্থানীয়রা ভোলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথম আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরে আরও ৪টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ২টি মুদি দোকান, ২ টিভি’র শো-রুম, ৩টি ইলেকট্রনিক্স দোকান, ৩টি মোবাইলের শো রুম, ২টি হার্ডওয়্যারের দোকান, ২টি সার-কিটনাশকের দোকান, খাবার হোটেলসহ প্রাশ ৩৫টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জাকির হোসেন জানান,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ২টি ইউনিট ঘটনাস্থলে আসি। অন্যদিকে ভোলার অন্যান্য উপজেলা থেকে আরও ৪টি ইউনিট আসে। এতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এ ঘটনায় প্রায় ৩৫ টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক  ৬-৭ কোটি টাকা ক্ষতি হতে পারে। তবে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসকের সহায়তায় ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: