দুপুরে মায়ের নামের জার্সি পড়ে ঢাকার মুখোমুখি মিরাজের রাজশাহী 

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯, ১০:০৬ এএম

এবার বাংলাদেশ ক্রিকেট লিগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজ নামের পরিবর্তে মায়ের নাম লেখা জার্সিতে দেখা যাবে রাজশাহী কিংসের সকল খেলোয়াড়দের। পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটির নাম মা। যার তুলনা আসলে কিছুতেই হয় না। এই মা'কে শ্রদ্ধা জানাতে কি বিশেষ দিবসের প্রয়োজন আছে? রাজশাহী কিংস তেমনটা মনে করে না। তাই কোনো উপলক্ষ্য না থাকলেও মায়ের নামের জার্সি পড়ে মাঠে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিবির।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফেবারিট ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস। এই ম্যাচেই মিরাজ-মোস্তাফিজ-ডেসকাট-সৌম্যদের পিঠে দেখা যাবে মায়ের নামটি।

জীবনে প্রথমবারের মতো এমন একটি মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন বলে ভীষণ রোমাঞ্চিত রাজশাহী কিংস।

কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, 'এই ধরণের কিছু প্রথমবার হতে যাচ্ছে আমার জীবনে। মায়ের জন্য কিছু করতে পারা অবশ্যই আমাদের জন্য স্পেশাল। আমরা এই ম্যাচটি জিতে আমাদের মা'কে উৎসর্গ করতে চাই।'

কোচ ল্যান্স ক্লুসনার বলেন, 'আমার মা আমার জীবনের স্পেশাল একজন মানুষ। আমাকে যদি প্রথম কেউ জিজ্ঞেস করে দিন কেমন যাচ্ছে, সেটা আমার মা। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। আমরা প্রায়ই মাকে ভুলে যাই, আশেপাশের লোকদের নিয়ে চিন্তা করি। আমি সবাইকে বলব, প্রতিদিন কমপক্ষে একবার মায়ের সঙ্গে কথা বলুন এবং আপনার জন্য তিনি যা করেছেন তার কদর করুন।'

এদিকে কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল এমন উদ্যোগের বিষয়ে বলেন, 'মায়েরা লাখো মানুষের অনুপ্রেরণা। কিংসও এর বাইরে নয়। আমরা এমন উদ্যোগ নিয়েছি জাতির সত্যিকারের মেরুদণ্ডকে শ্রদ্ধা জানাতে।'

উল্লেখ্য, জার্সিতে মায়ের নাম লেখা এবারই প্রথম নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে ‘নায়ি সোচ’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছিল। দুই বছর আগে সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে নিজেদের মায়ের নামের জার্সি পরে মাঠে নেমেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তবে বাংলাদেশে মায়েদের নিয়ে এমন উদ্যোগ এবারই প্রথম।

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: