ধোনির ‘বদভ্যাস’ নিয়ে মুখ খুললেন কোহলি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ১০:১৭ এএম

মহেন্দ্র সিং ধোনি নামটাই যথেষ্ট। তাঁর সম্পর্কে কিছু বলার আগে আর কোন গৌরচন্দ্রিকার প্রয়োজন হয় না। কেরিয়ারের প্রায় শেষের দিকে তিনি। বিশ্বকাপ পর্যন্ত নিজের সেরা ফর্মে থাকতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন এই ক্রিকেটার। অ্যাডিলেডে প্রায় তিনশো রান তাড়া করে ফিনিশার ধোনি স্বমহিমায়। কিন্তু ধোনির সাফল্যের রহস্য কী? এবার খোলসা করে দিলেন কোহলি নিজেই।

বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলছেন, মাহি ভাই ক্রিজে অনেক কথা বলে। এতে চাপ অনেক কমে যায়। ক্যাপ্টেন কোহলি নিজের অগ্রজকে দরাজ শংসাপত্র দিয়ে জানাচ্ছেন, ‘রান তাড়া করার সময়ে ধীরে ধীরে খেলার পরিকল্পনা করতে হয়। স্ট্রাইক রোটেট করাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। মাহিভাই ক্রিজে এসে অনর্গল কথা বলে চলে। এটা সাহায্য করে।’

পাশাপাশি কোহলির সংযোজন, ‘যখন রিস্ক নেব কিনা ভাবি, ধোনির বক্তব্য, অনেক সময় পড়ে রয়েছে। ধীরে ধীরে খেলো।’ ধোনির সঙ্গে অ্যাডিলেডে নিজের পার্টনারশিপ নিয়ে কোহলি জানান, ‘আমরা একসঙ্গে দারুণ ছন্দে খেলছিলাম। খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। মাঝে ৪-৫ ওভারে আক্রমণাত্মক খেলছিলাম। কারণ অ্যাগ্রেসিভ হতেই হতো।’

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: