জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ১০:২৪ এএম

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা। এছাড়া পাঁচ বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘সরকার গঠনের পর থেকেই সব সময় চেষ্টা করি মন্ত্রণালয়গুলো সরজমিনে দেখতে, জণগণের সেবা যেন তাদের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে চাই।’

জানা যায়, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন নথি, প্রকল্প ও ১০০ দিনের কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এসব বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনাও দেবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয়ই পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করছে। সেসব কর্মসূচিসহ মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের খোঁজখবরও নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: