বিরোধী দলের আসনে বসবেন যারা, জানালেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ১২:০৭ পিএম

সংসদে বিরোধী দলের আসনে বসবেন ১৪ দলের শরিকরা বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন তারা।

১৪ শরিকরা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তা হলে তাদের বিরোধী দলে থাকা কতটা সমর্থনযোগ্য-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪-দলীয় জোট আদর্শিক জোট, রাজনৈতিক জোট। এটি কোনো নির্বাচনী জোট নয়।

এ সময় বিএনপিকে বেপরোয়া গাড়ির চালকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। নির্বাচনে হেরে যাওয়ার বেদনায় বিএনপি এখন ভয়ঙ্কর বেপরোয়া। কিন্তু সরকার ধৈর্যশীল। ঐক্যফ্রন্টে ভাঙ্গনের সুর।

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে ১৪ দলের শরীরদের বিরোধী দলে থাকাই ভাল, এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে।

বিজয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করেছে। তাই এ বিজয় উপলক্ষে সোহরাওয়ার্দীতে স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোট ২৮৮ আসনে জয় পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৯ আসনে বিজয় লাভ করে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: