সাব্বিরের হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সিলেট সিক্সার্স

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯, ০২:৪৯ পিএম

বিপিএলের সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমেছে সিলেট সিক্সার্স।

আজ শনিবার (১৯ জানুয়ারি) চলতি লীগের ২১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিকরা। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জেতার পর বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ব্যাটিং করতে নেমে শুরুর দিকে লিটন দাস ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন সাব্বির রহমান। লিটন দাসের পর আফিফ হোসেন ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফিরে গেলেও সাব্বির তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। 

১৫.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৩০ রান।

৪৪ বল খেলে ৭৪ রানে অপরাজিত আছেন সাব্বির। সঙ্গে যোগ দিয়েছেন নিকোলাস পুরান।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রিলে রুশো, অ্যালেক্স হেলস, ডি ভিলিয়ার্স, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেট কিপার), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সোহাগ গাজী, ও শফিউল ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সন্দীপ লামিচানে।
 
বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: