বাড়ি বাড়ি পিজা বিতরণ করছেন সাবেক প্রেসিডেন্ট বুশ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯, ০৮:৪৯ এএম

মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘরে ঘরে গিয়ে পিজা বিতরণ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বিষয়টি ইন্সটাগ্রামে জানিয়ে দ্রুত দেশটিতে চলমান অচলাবস্থা নিরসনের দাবি জানান বুশ। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ ছাড়া ফেডারেল সরকারের বাজেটে সাক্ষর না করায় যুক্তরাষ্ট্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ইন্সটাগ্রামে জর্জ বুশ বলেন, ‘আমি আমাদের সিক্রেট সার্ভিস ও ফেডারেল সরকারের অধীনে কর্মরতদের প্রতি কৃতজ্ঞ। তারা প্রায় একমাস ধরে দেশের জন্য কাজ করছেন বেতন ছাড়াই।’

তিনি বলেন, ‘এখন রাজনীতিকে একপাশে ফেলে একসঙ্গে কাজ করা উচিত। যাতে অচলাবস্থা শেষ হয়।’

প্রসঙ্গত, গত ২৪দিন ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রায় ৮ লাখ কর্মীকে বাধ্যতামূলক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে হচ্ছে। এদের মধ্যে হোয়াইট হাউজের কর্মীরাও রয়েছেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: