আসছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯, ০৯:২০ এএম

আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৮। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের ক্বারি-আলেমরা এ সম্মেলনে অংশ নেবেন।

শনিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক সংস্থা ‘ইক্বরা’।

এদিকে জানানো হয়, ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া এবং মিসরের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত বেশ কয়েকজন ক্বারী উপস্থিত থাকবেন। আরো থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় ওলামাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন শুরু হয়েছিল।  নেতৃত্বে ছিলেন শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ) সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীরা।

ইক্বরার সভাপতি আহমাদ বিন ইউসুফ আল আযহারী গণমাধ্যমকে বলেন, ‘এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরান তেলাওয়াতের রেওয়াজ চালু হয়। বাংলাদেশে এ সম্মেলনে শুরু করেন ইক্বরার ক্বারি মুহাম্মদ ইউসুফ। এ বছর সম্মেলনে মিসরের ইয়াসির মাহমুদ শারকাওঈ, ফিলিপাইনের নোমান পিমবায়াবায়া, তুরস্কের ইয়াশার চৌহাদার, ইরানের হামীদ শাকেরনেজাদ, দক্ষিণ আফ্রিকার আবদুর রহমান সাদিয়ান প্রমুখ আসবেন।’

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: