ধানমণ্ডিতেই মিলবে খেঁজুর গুড়ের চা!

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯, ০৫:৩৭ পিএম

কি দুপুর কি সন্ধ্যা। ধানমণ্ডির ১৫ নম্বর কেয়ারী প্লাজার সামনের এক ভ্রাম্যমান কফি হাউজকে ঘিরে যুবক যুবতীর ভীড়। গুড়ের চা খেতে তাদের এই ভিড়। এছাড়া এই দোকানে পাওয়া যায় কোল্ড কফি, হট কফি,রঙ চা, দুধ চা, ইত্যাদি।

দোকান অভিমুখে এগিয়ে যেতেই বিক্রেতার মুখে হাসি। সে জানায় তার নাম মোঃ রুবেল হাওলাদার(২৬) বাড়ি- বাঘেরহাট জেলার হোগলাপাশা ইউনিয়নে। বিগত চার বছর যাবৎ এই ব্যবসার সাথে জড়িত। উচ্চ মাধ্যমিক পাশ করা এই ছেলেটির আর্থিক অবস্থা খারাপ থাকলেও বর্তমানে এই পেশায় সে সাবলম্বী।

কি কি পাওয়া যায় তার এই ভ্রাম্যমান "মা কফি হাউজে" এমন প্রশ্নে সে জানায়, কোল্ড কফি, হট কফি,রঙ চা, দুধ চা, ইত্যাদি।

রুবেল জানান, তবে এই শীতে তার দোকানের বিশেষ আকর্ষন খেঁজুর গুড়ের চা।

বর্তমানে ধানমণ্ডি এলাকায় এই ধরনের ভ্রাম্যমান দোকানের আধিক্য অনেক বেশী হলেও তার ব্যবসায় এর কোন প্রভাব নেই।

তবে এ সময় রুবেল সন্তোষ প্রকাশ করে বলেন, গরমের সময় কোল্ড কফি চললেও এখন চা,কফি বিক্রিই বেশী। এই কফির ক্রেতা সাধারণত কে এমন প্রশ্নের উত্তরে সে জানায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা তবে পথচারীদের সংখ্যাও কম না।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: