বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ আর নেই

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৩:০২ পিএম

বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ মাসাজো নোনাক মারা গেছেন। রবিবার (২০ জানুয়ারি) মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ১১৩ বছর। ১৯০৫ সালে জন্মগ্রহণ করেন এই জাপানের অধিবাসী মাসাজো নোনাক।

গত বছর স্পেনীয় ফ্রান্সিসকো নুনেজ ওলিভারার মৃত্যুর পর গিনিস আনুষ্ঠানিকভাবে মাসাজো নোনাককেই বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ হিসেবে স্বীকৃত দিয়েছিল।

জানা যায়, রাইট ভ্রাতাদ্বয়ের মানব চালত বিমান আবিষ্কারের মাত্র ২ বছর পর জন্মগ্রহণ করেন নোনাক।

এছাড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে জাপানের অধিবাসী মাসাজো নোনাক ১৯০৫ সালে এ্যালবার্ট আইনিস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করার মাত্র কয়েক মাস আগেই জন্মগ্রহণ করেন তিনি।

প্রয়াত নোনাকের নাতনী ইয়োকো স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘তার মতো একজন বড় মাপের মানুষের এভাবে চলে যাওয়ায় আমরা সবাই হতবাক। গতকালও তিনি স্বাভাবিক ছিলেন, আর আজকে (রবিবার) পরিবারকে কোন কিছু বুঝতে না দিয়েই চলে গেলেন।’

১৯৩১ সালে বিয়ে করেন নোনাক এবং পাঁচ সন্তানের বাবা হন তিনি। আরও জানা যায়, নোনাক ছাড়াও তার ৬ ভাই এবং ১ বোন ছিল।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: