আর এক ইঞ্চি খাল দখল করতে দেয়া হবে না

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩ পিএম

রাজধানীর সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, উদ্ধারকৃত খাল দিয়ে যেন নৌযান চলতে পারে সেই ব্যবস্থা করা হবে। আর কাউকে এক ইঞ্চি খাল দখল করতে দেয়া হবে না। এসব খালে নৌযান চলাচলেরও ব্যবস্থা করা হবে বলি জানান তিনি।

আজ সোমবার (২১ জানুয়ারি) রাজধানীর খাল দখলমুক্তকরণের অংশ হিসেবে ধোলাইপাড় এলাকার কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র।

এ সময় তার সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমডোর শেখ জাহিদসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি মেয়র বলেছেন, খাল দখলদাররা যে মতাদর্শের লোকই হোক না বা যে দলেরই হোক না কেন তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

মেয়র বলেন, এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই।

বিডি২৪লাইভ/এসবি/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: