ফায়ার সার্ভিসের তড়িৎ উদ্ধারে বাঁচল ৩ জীবন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৪:২৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর-মহেশপুর রোডস্থ নতুন বাজার এলাকায় মাইক্রোবাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত।

সোমবার (২১ জানুয়ারি) সকাল দশটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা  হলেন খুলনা পাইকগাছার মিজান সর্দার(৪৫), রজব আলী(৫০) এবং শিশু ইব্রাহিম(৬)।

আহতরা উপজেলার খোকন মিয়ার (ঈশ্বরবা) ইট ভাটার শ্রমিক। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা  আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শামসুর রহমান জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। 

তিনি আরো বলেন, আমরা সর্বদা মানুষের পাশে আছি, ভবিষৎ এ থাকবো। আপনারা প্রয়োজনে আমাদের অবশ্যই জানাতে পারেন (০১৯২১-১৭১৩৫৩)।

কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমেদ জানান, আহতদের মধ্যে একজন গুরুতর আঘাত পেয়েছেন এবং অন্য দুইজন সম্পূর্ণ শঙ্কামুক্ত। 

গুরুতর আহত মিজান সর্দার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: