মমতাজের ফেসবুক আইডি হ্যাকড

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৪:৪৭ পিএম

জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের বিজয়ী সংসদ সদস্য মমতাজ বেগমের ফেসবুক আইডি হ্যাক করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় থানায় মামলা করেছেন তিনি। খুব দ্রুত আইডি ফিরে পাবেন বলে আশা করছেন বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ।

মমতাজ বলেন, ‘ রবিবার (২১ জানুয়ারি) রাত ৩টা থেকে ৪টার মধ্যে আইডিটি হ্যাক করা হয়েছে। এটি একটি বিব্রতকর ঘটনা। সকালে সিঙ্গাইর থানায় মামলা করেছি। আশা করছি, পুলিশি ব্যবস্থার মাধ্যমে অচিরেই ফেসবুক আইডিটি ফেরত পাবো।’

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর) সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন মমতাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ৪৯ হাজার ৩১ ভোট পান। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ২৪৫।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: