ট্রেনের ধাক্কায় ট্রাক চালক নিহত

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ০১:৪৬ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় (লরি ট্রাক) চালক রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় লরির হেলপারসহ ও ট্রাকে থাকা ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রহমত আলীর বাড়ি কিশোরগঞ্জ।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ইনচার্জ অফিসার মোশাররফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লরির চালক নিহত এবং হেলপারসহ ২ জন আহত হয়।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রাখা হয়েছে। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: