বেদে সম্প্রদায়ের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১০:১১ এএম

শীতার্ত বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। কিশোরগঞ্জ শহরতলীর কাটাবাড়িয়া বড়পুল এলাকার বেদেপল্লীতে গিয়ে খোদ জেলা প্রশাসক তাদের খোঁজ-খবর নিয়েছেন এবং কম্বল বিতরণ করেছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সেখানকার ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ, বিপিএম জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সেখানে উপস্থিত হলে বেদে সম্প্রদায়ের লোকজনের মধ্যে আলোড়ন পড়ে যায়। তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: কামরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

বেদে সম্প্রদায়ের লোকজন বলেন, আমরা এই প্রথম একজন জনবান্ধব জেলা প্রশাসককে আমাদের কাছে এসে খোঁজ খবর নিতে দেখলাম। আমরা খুবই খুশি হয়েছি ডাইয়ার মধ্যে কম্বল পেয়ে।

অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল জানান, কাটাবাড়িয়ার বড়পুল এলাকা ছাড়াও নতুন জেলখানা মোড়েও বেদে সম্প্রদায়ের লোকজনের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: